মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে প্রায় সারাবিশ্বের মানুষ যখন দিশেহারা। বেকারত্ব ও নিম্নআয়ের মানুষের মধ্যে যখন চরম উৎকন্ঠা বিরাজ করছে। ঠিক এই মুহূর্তে মাগুরার পুলিশ কনস্টেবলরা এক অনন্য নজির স্থাপন করেছেন। এই ঈদে তাদের শপিং এর জন্য জমানো টাকা দিয়ে গরীব, অসহায়, ও ছিন্নমূল মানুষের জন্য ইফতার এর ব্যবস্থা করেছেন ।
মঙ্গলবার বিকালে মাগুরা জেলা শহরের বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল, ও নিম্নআয়ের মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোহাম্মদ ইব্রাহিম সহ পুলিশের আরো অন্যান্য সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ।এই সংকটময় সময়ে মানবিকতার পুলিশ বাংলাদেশের জনগণকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সবার হৃদয়ে।