মাগুরায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন মোঃ শামীম কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার, বীর মুক্তিযোদ্ধা ইসলাম আলী সরদার সহ সকল সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন মোঃ শামীম কবির, বীর মুক্তিযোদ্ধা ইসলাম আলী সরদার প্রমূখ।
এ সময় আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।