মাগুরা-যশোর মহাসড়কের জাগলা বাজার এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯ টার সময় সাতক্ষীরা লাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে ইট বোঝায় লাটা গাড়ির মুখোমুখি সংঘর্ষে লাটাই চালক সজীব (১৭) নিহত হয়েছে। তার বাড়ি শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামে।
এ ঘটনায় লাটাইয়ের দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে এবং পরিবহনের নয় যাত্রী আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।