বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগস্ট) বিকাল ৪ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম এর সভাপতিত্বে, বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয় হতে বর্ণাঢ্য র্র্যালি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন- সম্পাদক মো: ফয়সাল আহাম্মেদ খান, আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব মোঃ আক্তার হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ গোলাম জাহিদ। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামীতে জনগনের সরকার গঠন করবে জাতীয়তাবাদী দল।