মাগুরার পারনান্দুয়ালি বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃ সাকিব হোসেন (২২) নামের এক যুবকের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা । আটক যুবক যশোরের শার্শা থানা এলাকার রিয়াজুল হোসেন এর ছেলে।
আজ বুধবার সকালে শহরতলীর পারনান্দুয়ালি পৌর বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানোর সময় ঈগল পরিবহনের যাত্রী শাকিব হোসেনের পায়ের জুতার মধ্যে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার যার ওজন এক কেজি ১ ৬৬ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের ঘটনাস্থলে উপস্থিত থেকে স্বর্ণের বারসহ সাকিব নামের ওই যুবককে আটক করে।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে ১০টি স্বর্ণের বারসহ আটককৃত যুবক শাকিব হোসেনকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিশেষ ক্ষমতা আইনে মাদকদ্রব্য চোরাচালান এর দায়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।