মাগুরায় পুলিশের মাদক বিরোধী অভিযানে এক হাজার দুইশত বিশ পিস ইয়াবাসহ দুই মহিলা মাদকব্যবসায়ীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ জুলাই) মাগুরা সদর থানা পুলিশের বিশেষ দুটি অভিযানে ১২২০ পিস ইয়াবাসহ দুই নারীসহ মোট ০৩ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাগুরা থানাধীন শত্রুজিৎপুর ইউনিয়নের ধলহরা পূর্বপাড়া এলাকা হতে ১২০০ পিস মাদকদ্রব্য ইয়াবা সহ মাগুরার সদর থানাধীন ধলহরা পুর্বপাড়ার ছলেমান ফকির এর মেয়ে সাবিনা আক্তার বিথি(২৫) ও কক্সবাজার জেলার মহেশখালি থানাধীন কুতুবজুম নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আবুল কালাম এর মেয়ে নাহিদা আকতার(২৬)কে হাতেনাতে গ্রেফতার করেন।
এই নাহিদা আকতার ইতিপূর্বে ২০২২ সালের এপ্রিলে ১০৮৫ পিস ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানায় আটক হয়ে কারাগারে যায়। জেল থেকে বেরিয়ে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে ।
উক্ত দুই মহিলা মাদকব্যবসায়ী পরস্পর সহযোগে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে মাগুরাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা যায়।
এছাড়াও আরেকটি পৃথক অভিযানে মাগুরা সদর থানার একটি টিম বুধবার ০৫ জুলাই মধ্য রাতে মাগুরা সদর থানাধীন মাধবপুর এলাকা হতে ঐ গ্রামের মোঃ নবীর মুন্সীর ছেলে মাদকব্যবসায়ী মোঃ সোজায়েত হোসেন (২৭) কে ২০ (বিশ) পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।