বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৪ আগস্ট মাগুরায় আন্দোলন চলাকালীন সংঘর্ষে মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ২৫ আগস্ট মাগুরা সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ ১০০ জনের বেশি আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সোমবার ( ২ নভেম্বর) সকালে দাফনের ১২০ দিন পরে স্থানীয় বরুনাতৈল গোরস্থান থেকে শহীদ মেহেদী হাসান রাব্বির মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। শহীদ মেহেদী হাসান রাব্বি বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।