মাত্র ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে ২৭ জনকে বাংলাদেশ পুলিশে চাকরির জন্য প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে। এবং তিনজন অপেক্ষমান রয়েছে। নির্বাচিতদের মধ্যে ২২ জন ছেলে ও ৫ জন মেয়ে।
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা পুলিশ লাইন মাঠে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কার্যক্রমে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। কুষ্টিয়া পুলিশ ইন সার্ভিস সেন্টার অফিসার বদরুজ্জামান জিল্লু।
এ সময় শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত পরীক্ষা শেষে, যোগ্যতার ভিত্তিতে ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
নির্বাচিতদের মধ্যে কারো বাবা কৃষক, কারো বাবা দিনমজুর, কারো বাবা ভ্যান চালক। শতভাগ স্বচ্ছ এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় খুশি হয়েছেন অভিভাবক সহ জেলার সাধারণ জনগণ।
এ সময় ১৬০ টাকায় পুলিশের চাকুরি পেয়ে নির্বাচিত প্রার্থীদের অশ্রুসিক্ত চোখে যেন খুশির প্লাবন। উপস্থিত সবাই স্বপ্ন বুনছেন দেশ ও জাতির হয়ে নিজেকে বিলিয়ে দিতে।