মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ১, ২, ও ৩ নভেম্বর মঙ্গল, বুধ, এবং বৃহস্পতিবার ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে মাগুরার ঐতিহ্যবাহি ৭২ তম সিদ্দিকিয়া আমিনিয়া ইছালে ছওয়াব মাহফিল।
উক্ত মাহফিলের ১ম দিনে প্রধান অতিথি হিসাবে বয়ান করবেন, আলহাজ্ব হযরত মাও: শরফুল আমিন, বশির হাট, ভারত। প্রধান বক্তা ড. হযরত মাও: মুফতি মুহাম্মদ কাফিলুদ্দীন সালেহী, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ বক্তা হযরত মাও: জিল্লুর রহমান ফারুকী, অধ্যক্ষ আলগি বাজার মাদ্রাসা চাঁদপুর।
মাহফিলে সভাপতিত্ব করছেন, হাফেজ মোহাম্মদ জোবায়ের হোসেন, পেশ ইমাম ও খতিব পারনান্দুয়ালী বেপারী পাড়া জামে মসজিদ মাগুরা।
উক্ত মাহফিলে হাজারো মানুষ উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোকে বক্তাদের বয়ান মনোযোগ সহকারে শোনেন।
উল্লেখ্য, পারনান্দুয়ালি বেপারী পাড়ার একই এলাকায় পাশাপাশি ইছালে সওয়াব মাহফিল এবং সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী ক্যাতায়ানী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সম্প্রতি বজায় রেখে কোনরকম বাধা-বিপত্তি ছাড়াই একই এলাকায় পূজা এবং ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।