মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মোশাররফ হোসেন (৬০) নামের এক কৃষক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ছোট ভাই ফয়জুর মৃধা বলেন, রাত ১১টার দিকে বাজার থেকে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। মৃধাপাড়ায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, সামাজিক আধিপত্য নিয়ে এলাকায় অনেকদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড হতে পারে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে। এছাড়া পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।