মাগুরা প্রতিনিধিঃ মাগুরার জেলার মহম্মদপুর উপজেলায় টিভি অনলাইন ক্লাস থেকে প্রাথমিক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে প্রায় ৫ সহস্রাধিক। মহম্মদপুর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সুবিধা পাচ্ছে না। উপজেলা শিক্ষা অফিসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্লাস পরিচালনা শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ৭ এপ্রিল থেকে যার ক্লাস শুরু হয়। প্রতিদিন সংসদ টেলিভিশনে অনুষ্ঠিত এসব ক্লাসে অংশ নিতে পারছে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২২ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে ১০ হাজার ১৯৭ অভিভাবকের বাসায় টেলিভিশন আছে। ৩ হাজার ২০১ শিক্ষার্থী বিকল্প ব্যবস্থায় সংসদ টিভি দেখতে পারছে। এছাড়া বাসায় বা বাড়িতে স্মার্ট মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সক্ষমতা আছে ৩ হাজার ৬৬৭ অভিভাবকের। এদিকে ৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী টিভি অনলাইনে ক্লাসের সুবিধা পাচ্ছে না।
জানাগেছে, প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের পড়াশোনার ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট রুটিন অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠদানের কর্মসূচি সম্প্রচার শুরু করা হয়। টিভিতে ক্লাসের প্রতিদিনের সূচি প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের নিকট জমা দেবে বলে বলা হয়।
উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ বলেন, যাদের বাড়ীতে টিভি অনলাইনে ক্লাসের সুবিধা নাই, তাদেরকে ঐ এলাকার পার্শ্ববর্তী বাড়ি বা শিক্ষকদের বাড়িতে গিয়ে পাঠ গ্রহণ করার জন্য বলা হচ্ছে।