মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গোপালনগর গ্রামে নদীতে গোসল করতে গিয়ে ওমর নামের চার বছর এক শিশু পানিতে তলিয়ে গিয়েছে। শিশু ওমর গোপালনগর গ্রামের গোলাম মাওলার ছেলে। ১৪ “অক্টোবর” বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির মা ঝর্ণা খাতুন জানান, বাড়ির লোকের অজান্তে ৩/৪ জন শিশুর সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে ওমর। সে সাঁতার না জানায় স্রোতের তোড়ে ভেসে যায়। তার সাথে থাকা অন্য শিশুরা ভেসে যাওয়ার বিষয়টি পরিবারের লোকদের জানায়। পরে মহম্মদপুর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টা চালিয়ে শিশুর কোন সন্ধান পায়নি। স্থানীয়রা জানান, নদীতে প্রচন্ড স্রোত শিশুটি স্রোতে ভেসে নড়াইলে- ফরিদপুরের দিকে চলে যেতে পারে।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল ইসলাম বলেন, ডুবুরি সুবিধা না থাকার পর ও আমরা চেষ্টা করেছি, কিন্তু শিশুটির কোন সন্ধান পাইনি। খুলনা থেকে ডুবুরী দল আসার পরে আবার উদ্ধার অভিযান শুরু হবে বলে তিনি জানান।