মাগুরা জেলার মহম্মদপুরের মধুমতি নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহি বিহারীলাল শিকদার নৌকা বাইচ।
বৃহস্পতিবার দুপুরে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়।
মাগুরা -০২ আসনের এমপি ড. বীরেন শিকদার এর উদ্দ্যোগে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮ম বারের মত অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২, উদ্ভোদক ছিলেন ড. আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রামানন্দ পাল।
এসময় নৌকা বাইচ কে ঘিরে নদীর দুই পাশে বসেছে মেলা। বিভিন্ন রকম খাবার, প্রসাধনী, খোলনা, ও নাগোর দোলায় মাতিয়েছে দর্শনার্থীদের।
নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা এবং জেলার বাইরের মোট ২২ টি নৌকা অংশ নেয়।