মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাজরাতলা গ্রামে আভা রানী নামের এক গৃহবধূকে নির্যাতন করে এবং মুখে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।
নিহতের ছোট বোন লিপিকা রানী জানান, গত সোমবার আমার বোনক বাঁশ দিয়ে মেরেছিল তার দেবর। পরে তার মুখে বিষ দিয়ে হাসপাতালে ভর্তি করেছে তার শ্বশুর বাড়ীর লোকেরা। তারা আমার বোনকে নির্যাতন করে হত্যা করেছে। আমার বোনের হত্যার বিচার চাই। কথাগুলো বলছেন আর অঝড়ে কাঁদছেন লিপিকা রানী বিশ্বাস।
এ ঘটনায় নিহত গৃহবধুর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নির্যাতনের শিকার ওই গৃহবধু ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: এনামুল কবির জানান, বিষ খাওয়া অবস্থায় আভা রানী নামে এক মহিলাকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রয়েছে ।
রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা। তবে গৃহবধুর স্বামী সুশান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্নহত্যা। তবে গৃহবধুর স্বামী সুশান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।