আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাগুরা সার্ভিস সেন্টারের উদ্যোগে উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলী গনগ্রন্থাগাড়ে মাগুরা সার্ভিস সেন্টারের ইনচার্জ মো: কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এইচ এম নুরুল কবির তৌহিদী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় ইনচার্জ মো: মহিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ডিভিশনের ইনচার্জ মো: ফারুক হোসাইন, মাগুরা জোনাল অফিসের ইনচার্জ মো: ইমরান হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলার ইনচার্জ ও কর্মকর্তা বৃন্দ।
এসময় বক্তার বলেন, অর্থনৈতিক ঝুকি মোকাবেলা, বেকারত্ব দূরিকরন, সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার সম্প্রসারণ এবং সর্বোপরি অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে জীবনবিমার সেবা সম্প্রসারণ ও সকল স্তরের মানুষের মধ্যে সেবা প্রদানের লক্ষ্যে আকিজ ভেঞ্চার গ্রুপ নিয়ে এসেছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।