মাগুরায় নিউ আল-বারাকা প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। নিহত রাশিদা (২৪) নামের ওই গৃহবধূ মাগুরা সদর উপজেলার খর্দ্দ কছুন্দী গ্রামের রমজান শেখের স্ত্রী।
নিহতের শ্বশুর মাখন শেখ অভিযোগ করেন, তাঁর পুত্রবধূ রাশিদা বেগম (২৪) সন্তান প্রসবের জন্যে শুক্রবার রাতে শহরের হাসপাতাল পাড়া এলাকায় নিউ আল বারাকা ক্লিনিকে ভর্তি হন। শনিবার রাতে সদর হাসপাতালের ডাক্তার দিলারা আকবর লাবনি ওই ক্লিনিকে রাশিদার শরীরে অস্ত্রপচার করেন। এই সময় একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু অস্ত্রপচারের আগে রক্তের প্রয়োজন হলে রাশিদার শরীরে ‘ও’ পজেটিভ রক্তের পরিবর্তে ক্লিনিকের প্যাথলজি থেকে ‘এবি’ পজেটিভ রক্ত দেওয়া হয়। এতে জন্মের পরপরই অসুস্থ হয়ে মারা যায় ওই নবজাতক। অন্যদিকে রক্তের ভুল ব্যবহারের কারণে অসুস্থ হয়ে পড়েন মা রাশিদা। উপায়ন্ত না দেখে ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতি রাশিদাকে দ্রুত ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ( ৬ ফেব্রুয়ারি) ভোরে রাশিদা’র মৃত্যু হয়।
এঘটনায় অস্ত্রোপচার কারী চিকিৎসক দিলারা আকবর লাবনি বলেন, রোগীর শরীরে অস্ত্রপচার করার সময় তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। তবে রোগীর গর্ভে পানির স্বল্পতা ছিলো। যে কারণে শিশুটির মৃত্যু হয়েছে। মা রাশিদার কিডনি জটিলতা ছিলো। রাশিদা’র শরীরে রক্ত দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। এই বিষয়ে আমার কিছু জানা নেই’।
সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এঘটনায় নিহতের দুলাভাই মো: বিল্লাল হোসেন ঢাকার সাভার মডেল থানায় ২ জন ডাক্তার, ২ জন সেবিকা, ও আল-বারাকা ক্লিনিকের মালিকসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।