এক সময়ের জনপ্রিয় অনলাইন মার্কেটিং কোম্পানি ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও সিইও মো: রাসেলের নামে মাগুরায় চেক ডিজঅনারের মামলা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) মাগুরার জেলা জজ আদালতে হাবিবুর রহমান নামে এক ব্যাক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন করেন।
ভুক্তভোগী মামলার বাদী হাবিবুর রহমান জানান, চলতি বছরের ১৩ই ফেব্রুয়ারি একটি এ্যাপাচি ফোরভি মটরসাইকেল কেনার জন্য নগদ একাউন্টের মাধ্যমে অনলাইন মার্কেটিং ইভ্যালিতে টাকা জমা দিই। ইভ্যালির নিয়ম অনুযায়ী টাকা জমা দেয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি। পরে আসামীরা নির্দিষ্ট সময়ে বাদীকে পণ্য দিতে পারেনি। পরবর্তিতে আসামীরা তাদের পণ্য কম থাকায় বাদীকে কুরিয়ার সাভির্সের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠায়। চেকটি বাদী তার নিজ নামীয় ব্যাংক একাউন্টে জমা করলে ব্যাংক কর্তৃপক্ষ চেকের দেয়া একাউন্টে টাকা নেই মর্মে চেকটি ফেরত প্রদান করে। পরে টাকা পরিশোধের জন্য আসামীদের কাছে ডাকযোগে রেজিস্ট্রিকৃত আইনী নোটিশ দেয়া হয়। আসামীরা আইনী নোটিশ প্রাপ্তির পরও টাকা পরিশোধ না করে তারা চেক দিয়ে বাদীর সাথে প্রতারণা করেছেন।
বাদী পক্ষের আইনজীবী এড. ওয়াশিকুর রহমান কল্লোল জানান, মঙ্গলবার দুপুরে মাগুরার সদর আমলী আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দী গ্রহণ শেষে আসামীদের প্রতি সমন জারি করেছেন। একই সাথে আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে ইভ্যালির চেয়ারম্যান ও সিইও প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে।