মাগুরা প্রতিনিধিঃ প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে মাগুরা মহাসড়ক দিয়ে যাওয়া এক ট্রাক মানুষকে সন্দেহভাজন হিসাবে ধরলেন মাগুরা সদর উপজেলা নির্বহী কর্মকর্তা আবু সুফিয়ান। মঙ্গলবার বেলা ১১টায় মাগুরার ভায়না এলাকায় এ ঘটনা ঘটে। সদর নির্বহী কর্মকর্তা জানান, মাগুরা কাঁচা বাজারে বর্তমান পরিস্থিতির কারনে মানুষকে সচেতন করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলাম। এই সময়ে মাগুরা কাঁচা বাজার সংলগ্ন মহাসড়ক দিয়ে চলমানরত একটি ট্রাক চোখে পড়ে। ট্রাকের চারপাশে কিছু উৎসুক মানুষের মাথা দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে আমি ট্রাকটি থামানোর চেষ্টা করি । কিন্তু থামানোর কথা শুনে ট্রাকের গতি আরো বাড়তে থাকে। তখন আমি গাড়ি নিয়ে তাদের পিছু ছুটি এবং ভায়না ফিলিং ষ্টেশনের সামনে তাদের গতি রোধ করি। পরবর্তীতে ট্রাকের ভিতর থেকে ৫০ জনের বেশি দরিদ্র মানুষকে বের হয়ে আসতে দেখা যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী আটককৃত মানুষগুলো সহ ট্রাকটি ঘিরে রাখে। পালিয়ে আসা মানুষ এবং ট্রাকের ড্রাইভারের ভাষ্যমতে, তারা না’গঞ্জ থেকে এসেছে এবং মাগুরা হয়ে ঝিনাইদহ পর্যন্ত তাদের গন্তব্য। তাদের বাড়ি দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলায়। ট্রাকে থাকা সকলকে স্যানিটাইজ করা হয় এবং মাগুরা থেকে শালিখা উপজেলায় পৌছে দেওয়া হয়। শালিখ উপজেলা প্রশাসন ট্রাক ভর্তি মানুষগুলোকে নিয়ে যশোর বাঘার পাড়ার দিকে নিয়ে যাওয়ার কথা জানান। ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা সাংবাদিকদের জানান, যারা ট্রাকে করে এসেছেন তারা কেউ করোনা উপসর্গের কিছু বহন করছে না বলে প্রাথমিক ভাবে আমরা স্বাস্থ্য বিভাগ বিষয়টি দেখেছি। যারা এই ট্রাকে আছেন বেশির ভাগ হতদরিদ্র। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসা শেষে ছেড়ে দেওয়া হয়।