মাগুরা প্রতিনিধিঃ মাগুরা ভায়না ও ঢাকা রোড এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ জীবানুনাশক ট্যানেল তৈরি করা হয়েছে।
মাগুরা পৌরসভার প্রকৌশলী মো মাহবুবর রহমান জানান, শনিবার সকাল থেকে ট্যানেল দুটি জনসাধারনের জন্য খুলে দেওয়া হয়। দেশে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করতে বাংলাদেশের এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনসাধারনের শহরে প্রবেশ মুখে ট্যানেল দুটি স্থাপন করা হয়েছে। ট্যানেল নির্মানে বাংলাদেশ সেনাবাহিনী কারিগরী সহায়তা প্রদান করেছে। শহরে প্রবেশ ও বাহির হওয়ার সময় সকল ব্যাক্তি, মটর সাইকেল, বাইসাইকেল, ভ্যান-রিক্সা ট্যানেলের মধ্যে দিয়ে প্রবেশ কররেত পারবে। জীবানু মুক্ত করতে মানুষের উপযোগী পানির সাথে ডিটারজেন্ট ও খার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে। এর ফলে সকল ধরনের যান এবং মানুষের শরীরে লেগে থাকা জীবানু নষ্ট করা সম্ভব হবে। মাগুরা পৌরসভার অর্থায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ট্যানেল গুলো তৈরী করা হয়েছে।