বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ধানের জাত বিনাধান-১৯ এবং বিনাধান-২১ এর চাষাবাদ কলাকৌশল এবং ফলন পার্থক্য কমানো বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কৃষক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. মির্জা মোফাজ্জল ইসলাম,মহা পরিচালক বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ।
বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ রোকাইয়া সুলতানার সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেফাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক,উপপরিচালক,ডিএই,মাগুরা। এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০জন কৃষক অংশ নেয়।