মাগুরা প্রতিনিধিঃ– মুজিব বর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বিয়াদ রহমান আবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
সভায় জানানো হয়, ভেজাল ও দুষণমুক্ত বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত খাদ্যই হচ্ছে নিরাপদ খাদ্য। খাদ্যের নিরাপত্তা অর্জনে ভোক্তা, উৎপাদনকারি এবং খাদ্য বন্টনে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে সচেতনতা আরো বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।