মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলার শ্রীপুর উপজেলার ,শ্রীকোল গ্রামে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে।
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর গ্রামে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ১০ টি বাড়ি ভাঙচুর ও ২০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারি প্রস্তুতির সময় ২ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সরইনগর গ্রামের কুতুবুল আলম শাহিন এবং ফরিদুল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শায়রুল, কায়েম, রুহুল শেখ, নবাব আলী, সোরাভ শেখ, মনিরুল মৃধা, এবং কুতুবুল আলম শাহিনের বাড়ি সহ দু’গ্রুপের অন্তত ১০ টি বাড়ি ভাঙচুর করা হয়। এবং মোমেনা বেগম, লিটন, বদিয়ার, আশিক, তোকা, ওমর, সহ দু’গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে।
ফরিদুল মোল্লা জানান মাঠে ঘুড়ি ওড়ানো কে কেন্দ্র করে আবুলের ছেলে শ্রীকোল সরকারি প্রাথমিক স্কুলের পাশে চন্ডী বাড়ির সামনের জাফরের উপর হামলা চালায়। পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।
কুতুবুল আলম শাহীন জানান, ফরিদুল মোল্লার নেতৃত্বে খাইরুল, সোহাগ, আক্কাস, ফরিদুল বাজারের ঘটনাকে কেন্দ্র করে ইফতারের আগে মুহূর্তে আমাদের লোক গুলোর উপর অতর্কিত হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত এবং আমাদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সন্ধ্যার আগে সরইনগর গ্রামের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হলে দ্রুত সেখানে পুলিশ প্রেরণ করা হয়। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।