মাগুরা সদরের বেলনগর এলাকার এক বিচারপতি’র বাড়ি থেকে চুরি যাওয়া ৩টি গরুসহ চুরির সঙ্গে জড়িত ৮ চোরকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।
গত (১৫ ই) জুন রাতে বিচারপতি মো: খায়রুল আলম পিকুলের চাচা মিজানুর রহমান চপল এর রুহাত ডেইরি ফার্ম থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হলে ১৫ দিনের চেষ্টায় চুরির ঘটনায় জড়িত ৮ চোরকে আটক করে পুলিশ।
আটককৃতরা আসামীরা হচ্ছে, লখপুর গ্রামের ইসমাইল হোসেন, বাগেরহাটের কাটাখালি গ্রামের ইমদাদুল, খুলনার দক্ষিণ জয়পুর গ্রামের রাজিব, কোলা পাটগাতি গ্রামের রাব্বি হোসেন রাসেল ওরফে রুবেল, গোপালগঞ্জের চরমানিকদি গ্রামের শামছু শেখ, খুলনার পাতিভিটা গ্রামের গোলাম রসূল ফকির, গোপালগঞ্জের বহ্নি গ্রামের বায়েজ আলি রফিক এবং সিলনা গ্রামের বিধান উঝা।
চুরি ডাকাতি, হত্যা রাহাজানি সহ বিভিন্ন ঘটনায় জড়িত এসব আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হয়ে যাওয়া ওই তিনটি গরু শুক্রবার ভোরে গোপালগঞ্জ থেকে উদ্ধার করা হয়। পরে দুপুরে সদর থানায় এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, তারেক আল মেহেদি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, অপারেশন ইনচার্জ, আশরাফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার পুলিশ সুপার, মো: জহিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ এই চোরচক্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় নানান ধরণের চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।