মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় জে এফ এ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা ৯-০ গোলের বিশাল ব্যবধানে রাজবাড়ি জেলা মহিলা দলকে হারিয়ে “জে এফ এ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলায় কোন প্রতিরোধ গড়তে পারেনি রাজবাড়ি ফুটবল এসোসিয়েশন। গত দুই ম্যাচে তারা ফরিদপুরের কাছে ৭-০ ও যশোরের কাছে ৪-০ গোলের ব্যবধানে জিতলেও মাগুরার কাছে বিশাল ব্যবধানে হারতে হয়েছে। খেলার শুরুতেই একর পর এক আক্রমন চালাতে থাকে মাগুরা জেলা দলের খেলোয়াড়রা। জেলা দলের খেলোয়াড় মুন্নি ১ম আর্ধের ৬ মিনিটি প্রথম গোল করে । তারপর একই দলের কনা, বৃস্টি, সুমাইয়া, অর্পিতা, মীম ১ টি করে এবং শিপ্রা ও মুন্নি আরো ২টি করে গোল করে। মাগুরা জেলা দলের মুন্নি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে।
মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,বাফুফে কর্মকর্তা ফেরদৌস রাহুল,কাজী আলতাফ ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক, রানা আমির ওসমান রানা ও জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
গত রবিবার মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ খেলার শুভ উদ্বোধন করেন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আঞ্চলিক পর্যায়ের ৬টি জেলা এ খেলায় অংশ নেয়।