মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট এর ২৬তম বর্ষে পদাপর্ণ উপলক্ষে কেক কাটা ও আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) বিকেল ৪ টায় মাগুরা প্রেসক্লাব প্রাঙ্গনে কেক কাটা ও আলোচান সভা অনুষ্ঠিত হয়।
আলোচান সভায় থিয়েটার ইউনিটের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তব্য রাখেন থিয়েটার ইউনিটের অন্যতম উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান। সংগঠনের সাধারণ সম্পাদক আল এরমান সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক ইমরান, নাট্যকর্মী মঈনুল ইসলাম জেসান প্রমুখ।
আলোচনা শেষে থিয়েটার ইউনিটের সাধারণ সদস্য ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা হয়।