সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মাগুরায় দীর্ঘ ৩৭ বছর পর শ্রীপুর প্রেসক্লাব ভবনের কাজ শুরু | চ্যানেল খুলনা

মাগুরায় দীর্ঘ ৩৭ বছর পর শ্রীপুর প্রেসক্লাব ভবনের কাজ শুরু

মাগুরা প্রতিনিধিঃ দীর্ঘ ৩৭ বছর পর মাগুরার শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব জমিতে ৪ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলামসহ অন্যন্য সদস্যদের দুরদর্শী নেতৃত্বে ১৯৮৪ সালে শ্রীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলেও শ্রীপুরের কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ঘরে তাদের অফিসিয়াল কর্মকা- পরিচালনা করে আসছিলেন। অবশেষে শ্রীপুর প্রেসক্লাব অনেক চেষ্টা করে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সরকারের খতিয়ানের শ্রীপুর সদর মৌজার ১০ শতক জমি বর্তমান বাজার মুল্যের দেড়গুণ ২ লাখ ৮৩ হাজার ৯৪৬ টাকায় খরিদ করে যা ২০১৭ সালের ২১ নভেম্বর মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান সরকারের পক্ষে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতির অনুকূলে রেজিষ্ট্রি দলিল করে দেন। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী এ দলিলের স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
এ জমি ক্রয়ে যারা সহযোগিতা করেন তারা হলেন-সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাŸ, বর্তমান মাগুরা-১ আসনের এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, তৎকালিন সিনিয়র ভূমি সচিব শফিউল আলম, মাগুরার তৎকালিন জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কু-, উপসচিব শোয়াইব আহমেদ খান, এডিসি (রাজস্ব) ভোলানাথ দে, কালাচাঁদ সিংহ, আজাদ জাহান, শ্রীপুর উপজেলার তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সোনিয়া হাসান, সহকারী কমিশনার (ভূমি) তরফদার মাহবুবুর রহমান, সেলিনা বানু, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাব-রেজিস্টার আমেনা বেগম, সার্ভেয়ার সুলতান আহমেদসহ আরও অনেকে।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল জানান, যারা প্রেসক্লাবের জমি বরাদ্দ এবং ক্রয়ে কোন না কোনভাবে অবদান রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মাগুরায় মহান বিজয় দিবসে বিএনপির বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মাগুরায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মাগুরায় বিজয় দিবস ক্রীড়া উৎসবের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।