মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনি’র মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে সকাল সাড়ে ৭ টায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৮ টায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ দিনব্যপি নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার(২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় মাগুরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ১১ টায় ইনডোর স্টেডিয়ামে জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
জাতীর শান্তি, সমৃদ্ধি, ও অগ্রগতি কামনা করে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।