মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার স্বেচ্ছাসেবা সপ্তাহ পালন ও র্যালী করেছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট, মাগুরা জেলা।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন থেকে র্যালী বের হয়। র্যালী শেষে জনগণের মাঝে করোনা প্রতিরোধে পথসভা থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এর আগে কলেজ মঞ্চে রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোঃ শাহীনুর রহমান, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, ২৪ বিএনসিসির কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম, পিইউও প্রভাষক ইমরান নাজির, পিইউও প্রভাষক তরিকুল ইসলাম, পিইও সহকারি শিক্ষক মোঃ ফিরোজ হোসেনসহ অন্যরা।
এ সভা থেকে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট খুলনা অঞ্চল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এ বৈশ্বিক মাহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করার জন্য র্যালী, মাস্ক এবং লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।
মুজিববর্ষে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়। সার্বিক ব্যবস্থাপনায় সুন্দরবন রেজিমেন্ট খুলনা।