মাগুরা প্রতিনিধিঃ মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার খান মোঃ রেজওয়ানের সভাপতিত্বে বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের মতবিনিময় সভা অনুষ্টিত হয় ।
উক্ত সভায় মহাব্যাধি করোনাকালে জেলার শাটলারদের মনোবল ধরে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জেলাব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় । এবং সাধারণ মানুষ ও পুলিশের মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে তথা ক্রীড়াঙ্গনে সবাইকে উদ্বুদ্ধ করতে, ক্রীড়াবিদদের নান্দনিক বিকাশে ও উদ্যমী করতে , একটি সুশৃঙ্খল , সুস্থ ও মূল্যবোধসম্পন্ন জাতি তৈরি করতে এবং ক্রীড়াঙ্গনের আলোয় উদ্ভাসিত তরুণদের মুজিব আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষে এই ধরনের আয়োজন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা , টুর্নামেন্টের স্বপ্নসারথি জেলার সম্মানিত পুলিশ সুপার খান মোঃ রেজওয়ান , পিপিএম ।
উল্লেখ্য গত দুটি আসরে পুলিশের পাশপাশি জেলার প্রায় 200 শাটলার অংশগ্রহণ করে তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে এবং নবীন ও প্রবীণ শাটলারদের কাছে একটি প্রাণের ও স্বপ্নের ক্লাবে পরিণত হয়েছে ।
ক্লাবের সাধারন সম্পাদক বিকেএসপির প্রথম ব্যাচের গর্বিত ছাত্র বারিক আনজাম বারকি বলেন, গত দুটি আসরের মাধ্যমে পুলিশ সুপার মহোদয় স্বাধীনতাউত্তর মাগুরা জেলায় যেভাবে ব্যাডমিন্টনের ক্রেজ ও উন্মাদনা সৃষ্টি করেছেন সেটির থেকে একসময় জাতীয় মানের খেলোয়াড় বেরিয়ে আসবে ।
ক্লাবের সম্মানিত উপদেষ্টা মাগুরা সোনালী অতীত ক্লাবের প্রেসিডেন্ট, কামরুজ্জামান চাঁদ স্যার ক্লাবের প্রাণপুরুষ পুলিশ সুপারের প্রশংসা করে বলেন মাগুরা জেলায় ব্যাডমিন্টন এখন শুধু শীতকালীন নয় সারাবছরই ব্যাডমিন্টন খেলা হচ্ছে , খেলোয়াড়দের সংখ্যা বেড়েছে , খেলার প্রতি আগ্রহ বেড়েছে এবং এটি সম্ভব হয়েছে বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের বড় বড় আয়োজনের জন্য ।
মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শামিম খান বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের প্রশংসা করে বলেন মাগুরায় ব্যাডমিন্টনের একটি নব দিগন্ত সূচনা হয়েছে ।
সভায় আরো উপস্থিত থাকেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) কামরুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর থানা সার্কেল ) মোহাম্মদ ইব্রাহীম , সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল ) আহসান হাবিব , জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং শালিখা থানা সার্কেল আবির সিদ্দিকী শুভ্র, , সদর থানার সম্মানিত ওসি জয়নাল আবেদিন , মাগুরা সোনালী অতীত ক্লাব ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জয় জামান বিপু , ক্লাবের অনান্য সম্মানিত সদস্য ও জেলা পুলিশের অনান্য সম্মানিত ব্যক্তিবর্গ ।