বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে মাগুরায় বিএনপি গন অনশন সমাবেশ করেছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা জেলা বিএনপি’র গন অনশন ও সমাবেশ শহরের ইসলামপুরপাড়াস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
অনশন এবং সমাবেশে জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আকতার হোসেন, মাগুরা-১ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন প্রমূখ।
বক্তরা বলেন, অবিলন্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন না দিলে গন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা হবে।