মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ৩ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ বুধবার সকাল ১০ টায় জজ কোট চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে জেলা প্রশাসক কর্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ৫ বছর পরপর পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা,অধস্তন আদালতের সকল কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করত এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে। লিখিত এই দাবি নিয়ে অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিনের নিকট প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।