সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মাগুরায় বিয়ের দাবীতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার | চ্যানেল খুলনা

মাগুরায় বিয়ের দাবীতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন প্রেমিকার

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিয়ের দাবী ৪ দিন ধরে প্রেমিকের বাড়ি অনশন করছেন মোছা: মায়া (১৮) নামের একটি মেয়ে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের জগদল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ।
সরজমিন সদরের লক্ষ্মীপুর গ্রামে গিয়ে দেখা গেছে ,ওই গ্রামের ইদ্রিস বিশ্বাসের বাড়িতে বিয়ের দাবীতে দিনরাত অনশন করে চলেছে একই গ্রামের জাকির মিয়ার মেয়ে মায়া । অনশনরত বাড়িতে থাকাকালীন ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়েটিকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বললেও মেয়েটি তার দাবী ছাড়তে নারাজ ।
অনশনরত মেয়েটি মায়া, কাঁদো কাঁদো কন্ঠে বলেন, আমাদের গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে ইব্রাহিমের সাথে তার ৫ বছর প্রেমের সর্ম্পক রয়েছে । সে আমাকে বিয়ে করবে বলে নানা প্রতিশ্রুতি দিয়ে আসছিল । বর্তমানে সে বাংলাদেশ সেনাবাহিনীতে রংপুরে চাকুরি করে । চাকুরি পাওয়ার আগে থেকেই সে আমাদের পরিবারের সাথে সর্ম্পক গড়ে তোলে । তার সুবাদে আমার মায়ের নিকট থেকে প্রথমে ৪৯ হাজার ৫শ’ টাকা নেয় । চাকুরি থেকে আসলে আামাদের বাড়িতে আসে । আমার মায়ের নিকট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ২ হাজার, ৫ হাজার, ১০ হাজার টাকা নিতে থাকে । এমনি ভাবে তার কাছে আমাদের প্রায় ৯৬ হাজার টাকা পাওনা রয়েছে । পরবর্তীতে সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারিরীক সর্ম্পক গড়ে তোলে । আমি তাকে বিয়ে করার পরামর্শ দিলে সে নানা ভাবে আমাকে ছলচুতরি করতে থাকে । পরে আমি জানতে পারি তার মতেই তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছে । এ সব শোনার পর আমি নিজে জুলাই মাসের প্রথম দিকে আতœহত্যার পথ বেছে নিই। তারপর অসুস্থ হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম । পরে আমার পরিবার আমাকে বাড়িতে নিয়ে আসে । এখন আমি বিয়ের দাবীতে এখানে ৪ দিন অবস্থান করছি ।
ছেলের বাবা ইদ্রিস বিশ্বাস বলেন, মেয়েটির সাথে আমার ছেলের সর্ম্পকের কথা আমরা জানি না । আমার ছেলে কোনদিন আমাদের কাছে তাকে বিয়ের কথা বলেনি । আমি মেয়েটিকে চিনি । সে আমাদের গ্রামের জাকির মিয়ার মেয়ে । আমার ছেলে এ বিয়েতে রাজী নয় । সে অন্যত্র বিয়ে করার জন্য আমাদের জানায়। তাই আমরা তার বিয়ের জন্য অন্যত্র মেয়ে দেখার চেষ্টায় ছিলাম এই মুহুতে মেয়েটি আমাদের বাড়িতে এসে ঝামেলায় ফেলে দিয়েছে । আমার ছেলে বাড়িতে নেই । সে আসলে তার সাথে বসে মিমাংসা হবে ।
মেয়ের মাতা নার্গিস আক্তার বলেন, এক মাস আগে আমার মেয়ের একটি বিয়ে ঠিক হয় ।বিয়ের সব কিছু ঠিক হয়ে গেছে এমন কথা শুনে আমার মেয়ের প্রেমিক ইব্রাহিম ও তার মা আমাদের বাড়ীতে এসে তার সাথে বিয়ের কথা বলে । তার ছেলে আমার মেয়েকে ছাড়া বাঁচবে না এ কথা বলে । আমাকে বিয়ে ভেঙ্গে দিতে বলে । তারা আমাকে তার ছেলের সাথে বিয়ের প্রতিশ্রুতি দিলে আমি আমার মেয়ের বিয়ে ভেঙ্গে দিই। তারপর তারা বিয়ে নিয়ে আমার মেয়ের সাথে নানা রকম ছল ছুতরি করে । এ কথার শুনে আমার মেয়ে আতœহত্যার পথও বেছে নেয় । অনেক কষ্টে তাকে বাচাঁয় । বর্তমানে কষ্ট সহ্য না করতে পেরে বিয়ের দাবী নিয়ে আমার মেয়ে তাদের বাড়িতে অবস্থান করছে ।
জগদল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম বলেন , আমার চেয়ারম্যান করোনা আক্রান্ত হওয়ায় সে বর্তমানে অসুস্থ । আমি তাকে বিষয়টি জানিয়েছি । উভয়পক্ষ থেকে এখনো কোন সালিশ হয়নি । এ বিষয়ে গ্রামের কিছু মানুষের সাথে বসে আমি সমাধানের চেষ্টা চালিয়ে যাব ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মাগুরায় মহান বিজয় দিবসে বিএনপির বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

মাগুরায় কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মাগুরায় বিজয় দিবস ক্রীড়া উৎসবের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।