মাগুরা সদর উপজেলার কাটাখালি এলাকায় মাইক্রোবাস চাপায় নসিরন (৫৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। সে সদর উপজেলার বড়খড়ি গ্রামের মো: সামছেল মোল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, আজ রবিবার দুপুর ১ টার সময় মাগুরা-যশোর মহাসড়কের কাটাখালি এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস নসিরনকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।