মাগুরার গোপালগ্রাম ইউনিয়নের মেম্বর প্রার্থী সিরাজুল ইসলাম (৫৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে অপর প্রার্থী আশরাফুল ইসলাম ও তার লোকজন বলে অভিযোগ করেছেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহত সিরাজুল ইসলাম জানান, আসন্ন ১১ নভেম্বর এর নির্বাচনে আমি ৯ নং ওয়ার্ডের শিয়ালজোড় গ্রাম থেকে ফুটবল প্রতীক নিয়ে মেম্বর পদে নির্বাচন করছি। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০ টার দিকে গ্রামে ভোটের প্রচার চালিয়ে বাড়িতে এসে খাবার খাচ্ছিলাম। এ সময় আমার প্রতিদন্দি মেম্বর প্রার্থী আশরাফুলের নেতৃত্বে ২০/ ২৫ জন সন্ত্রাসী আমার বাড়িতে রামদা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে প্রবেশ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশিরা আমাকে রাতেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কুপিয়ে ও পিটিয়ে চলে যাবার সময় আশরাফুল আমাকে নির্বাচন থেকে সরে দাড়াতে বলে অন্যথায় জীবন শেষ করে ফেলা হবে বলে হুমকি দেয়। আমি খুবই ভীতির মাঝে রয়েছে ওরা যে কোন সময় আমাকে খুন করতে পারে। নির্বাচনে প্রার্থী হওয়ার শুরু থেকেই আশরাফুল আমাকে হুমকি প্রদান করে আসছিল।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনঞ্জরুল আলম বলেন, গোপালগ্রাম ইউনিয়নে গত রাতে দুই মেম্বর প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা শুনে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আহত সিরাজুল এখনও কোন অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।