মাগুরায় রবিবার যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে । একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.বীরেন শিকদার,জেলাপ্রশাসক ড.আশরাফুল আলম ,জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম ,জেলা আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ,জেলা বিএনপি,যুবদল,জেলা জাতীয় পাটি,জাসদ,সরকারি-বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠান,সাংস্কৃতিক সংগঠনসহ শহরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহ । সকাল ৭ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । এরপর সকাল সাড়ে ৮ টায় সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি একই স্থানে জেলা রেড ক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষার্থীরা । সকাল ১১ টায় জেলা শিশু একাডেমীতে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় ।