মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় যৌতুকের দাবিতে গৃহবধু আসমা খাতুন (২২) কে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে মহব্বত আলী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে স্ত্রী আসমা খাতুনকে যৌতুকের দাবিতে গত শুক্রবার পিটিয়ে আহত করে। আসমার বাবার বাড়ীর লোকজন সংবাদ পেয়ে তাকে শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। মৃতের শরীরে অগনিত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাগুরা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের নুর আলীর ছেলে মহব্বত আলীর সাথে দেড় বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামের হালিম শেখের মেয়ে আসমা খাতুনের।
নিহত গৃহবধু আসমার চাচা মো: ইউসুফ শেখ জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই শারীরিক ও মানুষিক নির্যাতন করত শ্বশুর বাড়ীর লোকজন। শুক্রবার রাতে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে আবারও তাকে পিটিয়ে আহত করলে চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে মারা যায়। নির্মম ভাবে এ হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। একই সাথে মা হারা ৩মাস বয়সী এ শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি শংকা প্রকাশ করেন।