মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে রাজ হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরের লাঠির আঘাতে নুর জাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যুর হয়েছে।
নিহতের ছেলে নুর আলী জানান, সদর উপজেলার কাশিনাথপুর উত্তর পাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলায় পার্শ্ববর্তী লুৎফরের রাজ হাঁস চুরি করে অনুষ্ঠান করা হয়েছিল। সন্ধ্যায় লুৎফরের স্ত্রী নুর জাহান তার হাঁস না পেয়ে প্রতিবেশী মতি মিয়ার বাড়িতে খুঁজতে গেলে সেখানে বস্তায় লুকানো অব¯’ায় রক্তমাখা হাঁসের পালক দেখতে পান। তাদের হাঁস কি না জানতে চাইলে মতি মোল্যার স্ত্রী হাসিনা বেগম (৪৩) তার মেয়ে বণ্যা খাতুন (২২) সহ একই পরিবারের মফিজ মোল্যা, মতি মোল্যা, মোহন বিশ্বাসসহ আরো অনেকে সংঘবদ্ধ হয়ে নুর জাহানকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আহত অব¯’ায় নুর জাহানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এসআই হাবিবুর রহমান জানান, কাশিনাথপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী নুরজাহানকে আহত অব¯’ায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
উল্লেখ্য, অভিযুক্ত মতি মোল্যা, হাসিনা বেগম, বন্যা খাতুন, মোহন মোল্যা ও মফিজ মোল্যার নামে চুরি, মারামারি, মাদক, নারী নির্যাতন ও গাড়ি ভাংচুরের মতো একাধিক মামলা আছে বলে ঐ গ্রামের মাত্তব্বর জোহা মোল্যা সংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানায়, মার্ডার মামলার প্রধান আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে তারা চরম নিরাপত্তাহীনতা ভুগছে। অন্যদিকে পুলিশ বলছে আসামী গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।