মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের বিলশুনাই চর পাড়া এলাকায় মেরিনা আক্তার (৩২) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার আমলসার ইউনিয়নের বিলশুনাই চরপাড়া মসলেম কাজীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মসলেম কাজী পলাতক রয়েছেন।
মেরিনা আক্তার রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বনক গ্রামের সৈয়দ আলী মন্ডলের মেয়ে।
প্রতিবেশিদের সাথে কথা বলে জানা যায়, ১৬/১৭ বছর আগে মসলেম কাজীর সাথে মেরিনার বিয়ে হয়। তাদের সংসারে ২ টি কণ্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো।
গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় স্ত্রী হত্যার পর বাইরে থেকে দরজা লাগিয়ে স্বামী পালিয়ে যায়। ওই নারীর গলায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মেরিনা আক্তারের বড় মেয়ে তন্নী বলেন, রাত ৩ টার দিকে আমার মায়ের চিৎকারের আওয়াজ শুনি। আমি ভেবেছি মা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে চিৎকার দিয়েছে। মাঝে মধ্যে এরকম করে। সকালে মাকে ডাকি মা উত্তর দেয় না। পাশের রুমে এসে দেখি মা মারা গেছে। বাবা বাড়িতে নেই।
মেরিনা আক্তারের ভাই আনছার আলী মন্ডল বলেন, মসলেম কাজী আমার বোনকে হত্যা করেছে। তা না হলে সে পালাবে কেন। তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ, কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মোসলেম কাজী পলাতক রয়েছেন। অভিযুক্ত ব্যাক্তিকে আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।