মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: মিসরুল ইসলাম মন্নু (৫০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে সদর উপজেলার ডহর সিংড়া গ্রামের সাবেক ইউ’পি চেয়ারম্যান মোল্যা নুরুল হকের পুত্র।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো: শাহজালাল জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা-যশোর মহাসড়কের টি এন্ড টি অফিসের সামনে দ্রুতগতির একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এদূর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে মাগুরার কাঠাখালি এলাকা থেকে আটক করা হয়েছে।