মাগুরা – যশোর মহাসড়কের জাগলা সাতমাইল এলাকায় পিকাপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মো: মিরাজ মোল্লা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মিরাজ পার্শ্ববর্তী তিঁতার খা পাড়া গ্রামের মো: তিজারত মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকাল ৫ টার সময় মাগুরা-যশোর মহাসড়কের জাগলা সাতমাইল নামক স্থানে একটি দ্রুত গতির পিকাপ মোটরসাইকেলটি কে পেছন থেকে ধাক্কা দিলে পিকাপের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী মিরাজ নিহত হয়।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।