মাগুরায় রাজু হত্যা মামলায় ৩ জনের যাব্বজীবন সাজা প্রদানের রায় ঘোষনার পর এজলাসেই বাদির উপর হামলার ঘটনা ঘটিয়েছে আসামী পক্ষের লোকজন। পুলিশ হামলায় জড়িত কাউকেই আটক করতে পারেনি।
মামলার এজহারে জানা যায়, মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে অর্থ লেনদেনের জের ধরে ২০০৫ সালে রাজু নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করে। ৫ জনকে আসামী করে নিহত রাজুর পিতা মাহবুবুর রহমান বাদি হয়ে মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে মামলার তদন্ত কর্মকর্তা। বাকি ১ জন আসামী মারা যাওয়ায় ও অপর একজন চার্জশিট থেকে অব্যাহতি পাওয়ায় দীর্ঘ স্বাক্ষী প্রমানের পর মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারজানা ইয়াসমিন আসামী আলতাফ হোসেন, ইদ্রিস আলী ও কাসেম মিয়ার বিরুদ্ধে যাব্বজীবন সাজার রায় প্রদান করেন। মামলার রায় শেষে বিজ্ঞ বিচারক খাস কামরায় চলে যাবার পর আসামী পক্ষের লোকজন আদালতের ভিতর মামলার বাদী মাহবুবুর রহমানের উপর হামলা করে। পরে পুলিশ ঘটনান্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সরকার পক্ষের এপিপি মশিয়ার রহমান জানান, মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের রাজু হত্যা মামলায় ৩ জনের যাব্বজীবন সাজার রায় ঘোষনা করা হয়েছে। রায় দিয়ে বিচারক এজলাস থেকে নেমে যাবার পর আসামী পক্ষের লোকজন বাদীর উপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ মামলায় ২ জন আসামী কাশেম ও আলতাফ হাজির থাকলেও ইদ্রিস আলী মোল্ল্যা নামের আসামী পলাতক রয়েছে।