
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, মো: জয়নাল আবেদীন জানান, সোমবার যশোর র্্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন পারনান্দুয়ালী স্ট্যান্ডের পাশে মাগুরা – ঢাকা মহাসড়কে অবস্থান করে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশী করে। এসময় একটি মিনি পিকাপের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর জন্য সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ট্রাক টি কে আটক করা হয়। ট্রাক টি তল্লাশী করে ট্রাকের পিছনের ডালায় কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ট্রাক সহ ০১ জন কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।