সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় ৫ সাংবাদিকের নামে নাশকতার মামলা | চ্যানেল খুলনা

মাগুরায় ৫ সাংবাদিকের নামে নাশকতার মামলা

মাগুরার মহম্মদপুর উপজেলায় নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত একটি মামলায় স্থানীয় ৫ সাংবাদিক কে আসামী করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত সময় এবং ঘটনাস্থলের বর্ননার সাথে সাক্ষিদের বক্তব্যের মিল পাওয়া যায়নি।

গত ১লা নভেম্বর দিবাগতরাত পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা সময় উল্লেখ করে মহম্মদপুর-মাগুরা সড়কের ধোয়াইল নুরানী মাদ্রাসার সামনে ঘটনাস্থল দেখিয়ে মহম্মদপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি নাশকাতার মামলা গত ২ নভেম্বর রুজু করেছেন। এ মামলায় তিনি বিএনপি জামায়াতের কয়েকশত নেতাকর্মী ঘটনাস্থলে জমায়েতের মাধ্যমে পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল বিস্ফোরণের সময় ৭ জনকে আটকের অভিযোগ করেন।

নাশকতার এ মামলায় মহম্মদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের মেহেদী হাসান পলাশ, প্রচার সম্পাদক দৈনিক দর্পনের রাসেল মোল্ল্যা, খবরের আলোর আব্দুল ওহাব, দৈনিক জনতার তরিকুল ইসলাম তারা ও দৈনিক নিউ নেশন পত্রিকার রফিকুল ইসলামকে আসামী করা হয়েছে। এ ছাড়াও মামলায় সরকারী আরএসকেএইচ স্কুলের প্রধান শিক্ষক, ব্যাংকার এবং বিদেশে অবস্থানকারীসহ বিএনপি জামায়াতের ১৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/২০০ জনকে আসামী দেখানো হয়েছে । তবে এজাহারে উল্লেখিত সাক্ষীদের বক্তব্যের সাথে ঘটনার সময় এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে পুলিশ আটক করার তথ্যের কোন মিল পাওয়া যায়নি। এজাহারের তিন জন সাক্ষি।

মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো এবং সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডাবলু দাবি করেছেন, নাশকতার মামলায় ৫জন সাংবাদিককে আসামী করা দূ:খ জনক এবং সাজানো। তারা এঘটনার তীব্রনিন্দা জানিয়ে দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

ককটেল বিষ্ফোরণ মামলায় আটককৃতদের তথ্যমতে আসামী করা হয়েছে, মামলার তদন্তে যারা নির্দোষ তাদেরকে আসামী থেকে বাদ দেওয়ার কথা জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহানউল ইসলাম।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

ছাত্র জনতার আন্দোলনে শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষবরণ

মদের দোকান অপসারণের দাবিতে মানববন্ধন

মাগুরায় গ্রাম আদালতের লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।