বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার আয়োজনে শোকাবহ আগস্টের শেষ দিনে জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবাদ দুপুরে মাগুরা হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমানের ফাসিঁ কার্যকর করার দাবি করে বলেন, তারেক রহমান দেশে ফিরবেন না কখনোই কারন দেশে আসলেই জনগন এবং আইনের মূখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, মিডিয়াতে ছাত্রলীগকে নিয়ে মিথ্যাচার এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। কালে এ সব কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হামিদুর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমূখ।
বক্তারা, বিএনপি-জামাতের কঠোর সমালোচনা করে রাজপথে মিছিল সমাবেশের নামে সন্ত্রাসের জবাব ছাত্রলীগ দিবে বলে হুশিয়ারী দেন।
পরে সমাবেশে ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।