আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম বাংলানিউজ জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন- সংরক্ষিত নারী ১ নং ওয়ার্ডে সৈয়দা কোবরা জাহান শিমু, ২ নং ওয়ার্ডে আলী আহমেদ আহাদ, রবিউল আজম খান ও ৩ নং ওয়ার্ডে শওকত হোসেন।
এ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫৪ জন প্রার্থী ছিলেন। প্রত্যাহারের পর চূড়ান্ত ৫০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে তিনজন মেয়র প্রার্থী ও ৪৭ জন কাউন্সিলর প্রার্থী। বুধবার (৩০ ডিসেম্বর) এ নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাবেন। আগামী বছরের ১৬ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং যন্ত্রের (এভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে।