প্রথম আলো পত্রিকার জোষ্ঠ্য অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হয়রানি মূলক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব।
বৃহস্পতিবার(২০ মে) দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে মাগুরা জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শামীম আহম্মেদ খাঁন, এ সময় সাংবাদিক নির্যাতন বন্ধ করাসহ সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।