সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মাটিচাপা দেওয়া ৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মাটিচাপা দেওয়া ৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা ডেস্কঃস্বাধীনতা যুদ্ধে নড়াইলে মাটি চাপা দেওয়া ৭ শহীদকে মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভেতরে গণকবরের পাশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা, হোসনে আরা কায়জার, গোলজার হোসেন টুটুল, প্রভাষক তরফদার রেজাউল ইসলামসহ আরও অনেকে।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে আমার ভাই মকবুল হোসেন শিকদারসহ ৮ জনকে হাত-পা বেঁধে পাক হানাদার বাহিনী গর্তে নামিয়ে নির্মমভাবে হত্যা করে পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে মাটি চাপা দেয়। এদের মধ্যে রফিকুল ইসলাম তরফদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও বাকি ৭ জন আজও স্বীকৃতি পাননি। সকল শহীদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

কায়জার রহমানের স্ত্রী হোসনে আরা কায়জার বলেন, আমার স্বামীকে রাজাকার সুলাইমানের নেতৃত্বে অন্যান্য রাজাকাররা তুলারামপুর থেকে ১৭ জুলাই ধরে এনে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালায়। তিন দিন নির্যাতনের পর ২০ জুলাই ভোরে তাকে হত্যা করে পাউবোর ভেতরে মাটি চাপা দেয়। স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও আমার স্বামীকে আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি।

শহীদ পরিবারের সদস্য সূত্রে জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৭ জুলাই ভোরে তৎকালীন নড়াইল মহাকুমা পিস কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার সোলাইমানের নেতৃত্বে সদর উপজেলার তুলারামপুর গ্রামের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুস ছালাম তরফদার, তুলারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন তরফদার, কালিয়ার তহশিলদার রফিকুল ইসলাম তরফদার, তৎকালীন ছাত্রলীগ নেতা মাহাতাব উদ্দিন তরফদার, মকবুল হোসেন শিকদার, মো. কায়জার রহমান এবং মোকাম মোল্যাকে চোখ বেঁধে পানি উন্নয়ন বোর্ডে অবস্থিত পাক বাহিনীর ক্যাম্পে এনে নির্যাতন চালানো হয়। নির্যাতন শেষে তাদের নির্মমভাবে হত্যা করে ক্যাম্পের পাশে মাটিচাপা দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।