বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরন ইউনিয়নে ২১ শে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেবরাজ মিস্ত্রীডাঙ্গা ক্রিড়া সংঘ ও পাচগাও জাগরনী ক্রিড়া সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে পাচগাও ক্রিড়া চক্র ও দেবরাজ মিস্ত্রীডাঙ্গা ক্রিড়া সংঘ অংশ গ্রহন করে। এতে পাচগাও ক্রিড়া চক্রকে হারিয়ে দেবরাজ মিস্ত্রী ডাঙ্গা ক্রিড়া সংঘ ১ গোল করে চ্যাম্পিয়ন হয়।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আব্দুর রাজ্জাক মজুমদার। সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মনিরুল ইসলাম, ফাড়ি ইনচার্জ আনিসুর রহমান, দেবরাজ মিস্ত্রীডাঙ্গা ক্রিড়া সংঘের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মো. রিয়াজুল হক তালুকদার। খেলার ট্রফি স্পন্সর করেন অধ্যাপক মনিরুল ইসলাম।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক সরোয়ার কাজী, আসাদ মজুমদার, ইউপি সদস্য পারভেজ হাওলাদার, মাইনুল ইসলাম, লতিফ হাওলাদার, খলিলুর রহমান, শামীমুল ইসলাম, মহিলা সংরক্ষিত সদস্য হাফিজা বেগম, সাবেক ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, ইউনিয়ন যুবলীগ আহবায়ক বদিউজ্জামান মজুমদার।