সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মাত্র ১০ দিনে হাজার শয্যার হাসপাতাল বানালো চীন | চ্যানেল খুলনা

১৫০০ শয্যার অপর হাসপাতাল নির্মাণাধীন

মাত্র ১০ দিনে হাজার শয্যার হাসপাতাল বানালো চীন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য মাত্র ১০ দিনে ১ হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করলো চীন। নব্য নির্মিত এ হাসপাতালে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৩৬২ জনের মৃত্যু হয়েছে এবং বিশ্বব্যাপী ১৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে চীনের হুবেই প্রদেশের (যেখানে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়েছে) স্কুলগুলো এখনো বন্ধ রাখা হয়েছে। আর এ প্রদেশেই মাত্র ১০ দিনে নির্মাণ করা হয়েছে বিশেষায়িত হাসপাতাল।

এছাড়া, দেড় হাজার শয্যা বিশিষ্ট অপর একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। সেই সাথে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় উহানে বিধিনিষেধ বৃদ্ধি করা হয়েছে।

শহরে কর্মরত স্বাস্থ্য কর্মীদের সহায়তা করতে এবং শহর থেকে দূরে অবস্থিত নতুন হাসপাতালে কাজ করার জন্য উহানে যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মির চিকিৎসক দলগুলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দ্বারা সজ্জিত নবনির্মিত হাসপাতালটি দেখানো হয়েছে।
চীনের অন্যতম মহামারী বিশেষজ্ঞ ঝং নানশান জানান, নতুন সংক্রমণের বিস্তার ঠেকাতে হাসপাতালগুলোতে অতিরিক্ত স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিসিটিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হাসপাতালে স্থানের অভাব থাকায় অসুস্থ অনেক মানুষকে বাড়ি ফিরে যেতে বাধ্য করেছে যা খুবই বিপজ্জনক। তাই হাসপাতালে অতিরিক্ত বেড পাওয়া দারুণ উন্নতি।’

২০০২-২০০৩ সালে চীনে ছড়িয়ে পড়া সার্স করোনাভাইরাসের বিপর্যয় কাটিয়ে উঠতে মূখ্য ভূমিকা পালন করেছিলেন ঝং নানশান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এপর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৭ হাজার ২০৫ জন।

চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে আক্রান্ত হয়েছেন ২০ জন। এছাড়া, থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন এবং ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা ভাগবতের

রাহুল গান্ধীর ধাক্কায় আইসিইউতে বিজেপি এমপি

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

ছেলের বউকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

বাংলাদেশে ইসকনের সবাই ভালো আছে, তবুও ভুল তথ্য ছড়ানো হচ্ছে

বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় নিহতের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।