মাদক সেবনে বাধা দেওয়ায় খুলনা জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক লিখন আহম্মেদের উপর হামলা করেছে মাদকসেবী ও ব্যবসায়ী। খুলনা জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক লিখন আহম্মেদ এর উপর গত মঙ্গলবার (৫ জানুয়ারি) আনুমানিক রাত ৯টার সময় হঠাৎ হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। যাদের ৩/৪ জনের এই বাহিনীর মধ্যে দুইজনকে চিনতে পেরেছে এবং একজন কে চিনতে পারেনি বলে জানান লিখন আহম্মেদ।
লিখন আহম্মেদ জানান রুপসা আইচগাতি ইউনিয়ানের বাসীন্দা রাকিব ও হোসেনকে তিনি চিনতে পেরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় রাকিব মাদক ব্যাবসার সাথে জড়িত এবং তার নামে কয়েকটি মামলা রয়েছে।
লিখন বলেন, যে খানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে সেখানে আমি একজন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হয়ে আমার চোখের সামনে অপরাধ করবে তা আমি মেনে নিতে পারিনা। তাই আমি রাকিবকে মাদক সেবন করতে বাধা দেওয়ায় আমার উপর হঠাৎ করে তারা হামলা চালায়। গ্রামবাসী ও আমার পরিবার আমাকে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
লিখন আহম্মেদ বলেন আমি একজন ছাত্রলীগের একজন কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনা,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের কাছে এর বিচার চাই।
এব্যাপারে সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।